অঙ্গীভূত হচ্ছে ভারতের ৩টি রাষ্ট্রীয় বীমা কোম্পানি

ইন্টারন্যাশনাল ডেস্ক: বৃহৎ প্রতিষ্ঠান গড়তে রাষ্ট্রীয় মালিকানাধীন ৩টি নন-লাইফ বীমা কোম্পানিকে অঙ্গীভূত করতে যাচ্ছে ভারত। অর্থমন্ত্রী অরুণ জেটলি সম্প্রতি বাজেট বক্তব্যে এ ঘোষণা দেন। পরিকল্পনাটি বাস্তবায়ন হলে দেশটির নন-লাইফ বীমা বাজারের এক তৃতীয়াংশের নিয়ন্ত্রণ করবে অঙ্গীভূত এ প্রতিষ্ঠান।

অঙ্গীভূত হতে যাওয়া রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ৩টি হচ্ছে- ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি এবং ওরিয়েন্টাল ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি। প্রতিষ্ঠান ৩টি এখনো পুঁজিবাজারে তালিকাভুক্ত নয়। অঙ্গীভূত হওয়ার পর এটি পুঁজিবাজারে তালিকাভুক্ত করা হবে।

বর্তমানে ভারতের নন-লাইফ বীমা খাতের সবচেয়ে বড় কোম্পানি নিউ ইন্ডিয়া অ্যাস্যুরেন্স। ২০১৭ সালের নভেম্বরে এটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বছরটিতে ২১৫.৯৮ বিলিয়ন রুপি তথা ৩.৩৮ বিলিয়ন মার্কিন ডলার গ্রস ডাইরেক্ট প্রিমিয়াম (জিডিপি) ছিল এ কোম্পানির। যা দেশটির জেনারেল ও হেলথ ইন্স্যুরেন্সে মোট জিডিপি'র ১৬.৫০ শতাংশ।

নিউ ইন্ডিয়া অ্যাস্যুরেন্সের চেয়ারম্যান জি শ্রীনিভাসন বলেছেন, প্রতিষ্ঠান ৩টিকে অঙ্গীভূত করা হলে এর রিটেনশন ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতা বাড়বে। তালিকাভুক্তি পরবর্তী এবং মূলধন বৃদ্ধিতে প্রতিষ্ঠানটি আরো শক্তিশালী হবে। এটা প্রতিযোগিতামূলক তীব্রতা কমাবে এবং উত্তম মূল্য ও ভাল অবলিখন লাভজনকতায় কাজ কবে।

তীব্র প্রতিযোগিতা সকল নন-লাইফ বীমা কোম্পানির সলভেন্সি মার্জিনকে ধীরে ধীরৈ খেয়ে ফেলেছে। নিয়ম অনুসারে প্রতিটি বীমা কোম্পানির দায়ের ১৫০ শতাংশ সম্পদ মূল্য থাকতে হয়। কিন্তু ইউনাইটেড ইন্ডিয়া এবং ওরিয়েন্টাল ইন্ডিয়ার সলভেন্সির মাত্রা যথাক্রমে ১.১৫ এবং ১.১১, যা নিয়ন্ত্রক সংস্থার বাধ্যবাধকতার চেয়ে কম। (সূত্র: ইকনোমিক টাইমস)