বিদেশি ৩ কোম্পানিকে ব্যবসার লাইসেন্স দিচ্ছে মিয়ানমার

ইন্টারন্যাশনাল ডেস্ক: বিদেশি বীমা কোম্পানিগুলোর জন্য আরো উন্মুক্ত হচ্ছে মিনয়ানমারের বীমা বাজার। এবার সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন অন্তত ৩টি বীমা কোম্পানিকে ব্যবসা করার লাইসেন্স দিতে যাচ্ছে দেশটি। আগামী মে'তে এসব কোম্পানিকে লাইসেন্স দেয়া হতে পারে।

নবগঠিত মিয়ানমার ইন্স্যুরেন্স এসোসিয়েশন (এমআইএ)'র বরাত দিয়ে চ্যানেল নিউজ এশিয়া জানিয়েছে, কমপক্ষে ২১টি যৌথ উদ্যোগের লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিকে দেশটিতে ব্যবসার লাইসেন্স দেয়া হবে। মিয়ানমারের বীমা বাজার সবার জন্য উন্মুক্ত করার অংশ হিসেবে এসব সনদ দেয়া হবে।

মিয়ানমার ইন্স্যুরেন্স এসোসিয়েশনের সেক্রেটারি থাং হান জানিয়েছেন, দেশের বীমা বাজার বিদেশি বীমা কোম্পানিগুলোর জন্য সম্পূর্ণরূপে উন্মুক্ত করার বিষয়টি কঠোরভাবে বিরোধীতা করছে স্থানীয় বীমা কোম্পানিগুলো। তবে এ ধরণের পদক্ষেপে দেশের অর্থনীতির জন্য মঙ্গল-ই দেখছে সরকার।

বর্তমানে মিয়ানমারের একমাত্র বিশেষ অর্থনৈতিক অঞ্চল থিলাওয়া এসইজেড- এ সম্পো জাপান নিপ্পনকোয়া, টোকিও মেরিন অ্যান্ড নিচিডো ফায়ার ইন্স্যুরেন্স এবং মিটসুই সুমিটমো ইন্স্যুরেন্স এই ৩ কোম্পানির ব্যবসার অনুমোদন রয়েছে।

বিগত ৩ বছরে ২০টির বেশি আন্তর্জাতিক বীমা কোম্পানি ইয়াংগুনে স্থানীয় অফিস খুলে বীমা ব্যবসা করছে। কোম্পানিগুলো মিয়ানমারের অনুন্নত বীমা বাজারে ব্যবসা করার এই সুযোগ পেতে অধির আগ্রহে অপেক্ষা রয়েছে।

এরআগে অর্থ মন্ত্রণালয়ের ফিনান্স রেগুলেশন বিভাগের পরিচালক থান্ট জিন জানিয়েছেন, মিয়ানমারের বীমাখাতকে উদারীকরণের প্রাথমিক পদক্ষেপ হচ্ছে বিদেশি বীমা কোম্পানিগুলোকে থিলাওয়া এসইজেডে ব্যবসা পরিচালনার অনুমোদন দেয়া।