জেবিসি চেয়ারম্যান শেলীনা আফরোজা
শিগগিরই বীমার আওতায় আসছে ১৯ লাখ সরকারি কর্মচারী
নিজস্ব প্রতিবেদক: শিগগিরই ১৯ লাখ সরকারি কর্মচারী বীমার আওতায় আসছে বলে জানিয়েছেন জীবন বীমা করপোরেশনের চেয়ারম্যান ড. শেলীনা আফরোজা। একইসঙ্গে প্রবাসীদেরও বীমার আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। শুক্রবার চট্টগ্রামে বীমার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. শেলীনা আরো বলেন, মানুষের জীবন ও সম্পদের জন্য বীমার গুরুত্ব অনেক। তবে দেশের জনগণের মধ্যে বীমা সম্পর্কে ভালো ধারণা নেই। বীমার প্রতি মানুষের বিশ্বাস নষ্ট করার জন্য একজনই যথেষ্ট। দেশে গাড়ির বীমা বাধ্যতামূলক আছে অথচ গাড়ি চালকের বীমা বাধ্যতামূলক করা হয়নি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আইডিআরএ চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী এতে সভাপতিত্ব করছেন। সরকারি বেসরকারি লাইফ ও নন-লাইফ বীমা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।