বিআইএ প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক: ২০১৯ ও ২০২০ সালের জন্য বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হয়েছেন শেখ কবির হোসেন। একইসঙ্গে সংগঠনটির প্রথম ভাইস-প্রেসিডেন্ট হিসেবে সানলাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান প্রফেসর রুবিনা হামিদ এবং দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিটল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান এ কে এম মনিরুল হক নির্বাচিত হয়েছেন।
বিআইএ’র নির্বাচন বোর্ডের চেয়ারম্যান উপাধ্যক্ষ মো. আব্দুস সহিদ, এমপি’র সভাপতিত্বে গত ১৭ এপ্রিল ঢাকা ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে বিআইএ'র এক সভায় সবার মতামতের ভিত্তিতে ১৯ সদস্যের কমিটি চূড়ান্ত করা হয়।
নির্বাচন বোর্ডের অন্য দু’সদস্য ছিলেন মাহফুজুর রহমান, এমপি ও নিজাম উদ্দিন আহমেদ। নির্বাচন বোর্ডের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন’র সেক্রেটারি জেনারেল নিশীথ কুমার সরকার।
বিআইএ'র তথ্য অনুসারে, ১৯ সদস্যের এই কমিটির অন্য ১৬ সদস্য হলেন, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু; ক্রিস্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ; ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নজরুল ইসলাম; কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান একেএম আজিজুর রহমান; কর্ণফুলী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ; ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ-এর ভাইস চেয়ারম্যান মো. ইসমাইল নওয়াব; রুপালি ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা পি কে রায়; পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা বিএম ইউসুফ আলী;
গ্রিন ডেলটা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী; এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইমাম শাহীন; ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা জামাল এম এ নাসের; প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিম; ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা আদিবা রহমান; সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. শামসুল আলম; গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম এবং যমুনা লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নিবার্হী কর্মকর্তা ড. বিশ্বজিৎ কুমার মণ্ডল।
জানা যায়, বিআইএ'র প্রেসিডেন্ট শেখ কবির হোসেন বর্তমানে সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ওবাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের সাবেক চেয়ারম্যান। শেখ কবির বাংলাদেশ প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মেম্বার অব গভর্নর্স।
এছাড়াও দেশের একমাত্র ইসলামী চক্ষু হাসপাতালের ভাইস-চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। শেখ কবির দায়িত্ব পালন করছেন প্রাইভেট ইউনিভার্সিটি এসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবে। সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজম্যান্ট ও সিডিবিএল’র চেয়ারম্যানের দায়িত্ব পালনের পাশাপাশি ফারইষ্ট ইন্টারন্যাশনাল ইউনিভারসিটির ট্রাষ্ট্রি বোর্ডেরও চেয়ারম্যান তিনি ।