সরকার এখন বীমার ওপর গুরুত্ব দিয়েছে: এস এম ইব্রাহিম হোসেন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির চীফ ফ্যাকাল্টি মেম্বর এস এম ইব্রাহিম হোসেন বলেছেন, সরকার এতোদিন বীমার ওপর গুরুত্ব দেয়নি। তবে এখন গুরুত্ব দিয়েছে। জাতীয় বীমা নীতি প্রণয়নের মাধ্যমে সরকার সকলের জীবন ও সম্পদের বীমা করার কথা বলেছে।বীমার প্রচারণায় সরকার নানান ধরণের পদক্ষেপ গ্রহণ করছে।
আজ শুক্রবার কক্সবাজারের লংবীচ হোটেলে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স আয়োজিত উন্নয়ন সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন। বিকেল ৫টায় এ কর্মশালা শুরু হয়। সারা দেশ থেকে কোম্পানিটি ৪ শতাধিক ব্যবসা সফল কর্মকর্তা এ কর্মশালায় অংশ নেন।
এস এম ইব্রাহিম বলেন, বীমাখাতের উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। শত শ্রমিক বিশিষ্ট প্রতিটি কারখানার জন্য গ্রুপ বীমা বাধ্যতামূলক করে দিয়েছে। টাঙ্গাইলের ৩টি উপজেলায় প্রকল্পের মাধ্যমে সবার জন্য স্বাস্থ্যবীমা চালু করেছে সরকার। মধ্যপ্রাচ্যে কর্মরত শ্রমিকদের জন্য বীমা বাধ্যতামূলক করছে।
বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির চীফ ফ্যাকাল্টি মেম্বর আরো বলেন, এক সময় স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বীমা পড়ানো হবে।তখন আর মানুষকে বীমা সম্পর্কে বোঝাতে বেশি কষ্ট করতে হবে না। তিনি বলেন, সরকার সবার জন্য বীমা বাধ্য করবে না, তবে পথ তৈরি করে দেবে। এ পথেই আপনাদের এগিয়ে যেতে হবে।