জুট টেক্সটাইল মিলসকে সোয়া ১৩ কোটি টাকা দাবি পরিশোধ করল কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স
নিজস্ব প্রতিবেদক: জুট টেক্সটাইল মিলসকে ১৩ কোটি ২৩ লাখ ১৪ হাজার ৬৭৬ টাকা দাবি পরিশোধ করল কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স। আজ বৃহস্পতিবার বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বীমা গ্রহীতা জুট টেক্সটাইল মিলের প্রতিনিধির হাতে এ চেক তুলে দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিআরএ’র চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী।
চেক হস্তান্তর অনুষ্ঠানে কর্তৃপক্ষের সদস্য গকুল চাঁদ দাস ও বোরহান উদ্দিন আহমেদসহ কর্তৃপক্ষের অন্যান্য পরিচালক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এ কে এম আজিজুর রহমান, মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজিরুল ইসলাম এবং জুট টেক্সটাইল মিলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় আইডিআরএ চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী বলেন, আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি বীমা দাবি পরিশোধে। আমাদের সময় সবচেয়ে বেশি বীমা দাবি পরিশোধ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী বীমা খাতের বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন। এ জন্য আমরা সম্মিলিতভাবে চেষ্টা করে যাচ্ছি বীমা খাতের অনিয়নম দূর করে উন্নয়ন করার।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীমা পেশায় ছিলেন এটা আমাদের জন্য গর্বের বিষয়। আমরা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা রেখে তার বীমা খাতে যোগদানের তারিখকে বীমা দিবস হিসেবে পালনের উদ্যোগ নিয়েছি। আমাদের সকলেরই উচিত বঙ্গবন্ধুর প্রতি সম্মান রেখে বীমা খাতের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করা।
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান এ কে এম আজিজুর রহমান বলেন, আমরা সব সময়ই বীমা দাবি পরিশোধে গুরুত্ব দিয়ে থাকি। আমরা প্রথম থেকেই জুট টেক্সাটইল মিলসকে বলে আসছিলাম সার্ভে রিপোর্ট অনুসারে বীমা দাবির টাকা নিতে। কিন্তু তারা সেটি না মানায় আইনগত জটিলতার সৃষ্টি হয়। আজকে আমরা আদালতের প্রতি সম্মান এবং বীমা গ্রাহকদের প্রতি সেবার বিষয়ে গুরুত্ব দিয়েই দাবি পরিশোধ করছি। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স সব সময়ই গ্রাহক সেবাকে প্রাধান্য দিয়েই ব্যবসা করে আসছে।