খুলনা বীমা মেলায় যতো আয়োজন
নিজস্ব প্রতিবেদক: বর্ণাঢ্য আয়োজনে আগামী ২৪ ও ২৫ জানুয়ারি খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ বীমা মেলা ২০১৯। সবার জন্য উন্মুক্ত এ বীমা মেলা আয়োজন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এরআগে ২০১৬ সালের মার্চে ঢাকায় প্রথমবারের মতো বীমা মেলা অনুষ্ঠিত হয়।
খুলনা সার্কিট হাউজ মাঠে শুক্রবার সকাল ১০টায় দু’দিনব্যাপী এ বীমা মেলার উদ্বোধন করা হবে। প্রবেশ ফি মুক্ত এ মেলা চলবে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যায় থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম এবং বীমা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান মেলা আয়োজনে সহযোগিতা করছে।
খুলনা-৩ আসনের সংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান মেলার উদ্বোধন করবেন। এছাড়া খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম ও খুলনা বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
মেলা উদ্বোধনের আগে ২৪ জানুয়ারি সকাল ৯টায় খুলনা সার্কিট হাউজ মাঠ থেকে একটি র্যালি শুরু হবে। র্যালিটি শহরের বিভিন্ন এলাকা প্রদর্শন করে সার্কিট হাউজ মাঠেই শেষ হবে। সকল বীমা কোম্পানি ও করপোরেশনের প্রতিনিধিরা র্যালিতে অংশগ্রহণ করবেন। এরপর খুলনা সার্কিট হাউজ মাঠে ঘোষণা করা হবে বীমা মেলার শুভ উদ্বোধন।
অতিথিদের বক্তব্য শেষে অর্থমন্ত্রীর উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন বীমা কোম্পানির গ্রাহকদের মাঝে বীমা দাবির চেক হস্তান্তর করা হবে। এছাড়াও মেলার দু'দিনে বীমা কোম্পানিগুলোর স্টল থেকে বীমা দাবির চেক হস্তান্তর করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আইডিআরএ’র চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী ।
দেশের দু'টি সরকারি বীমা প্রতিষ্ঠান জীবন বীমা করপোরেশন এবং সাধারণ বীমা করপোরেশন বীমা মেলায় অংশগ্রহণ করছে। এর পাশাপাশি ৭৬টি বেসরকারি বীমা কোম্পানি এবারের মেলায় অংশগ্রহণ করবে। এরমধ্যে লাইফ বীমা কোম্পানি রয়েছে ৩১টি এবং নন-লাইফ বীমা কোম্পানি রয়েছে ৪৫টি।
বীমা কোম্পানিগুলো ছাড়াও মেলায় বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ), বীমা বিষয়ে প্রশিক্ষণ একাডেমি বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি (বিআইএ) এবং মূখ্য নির্বাহী কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) এর স্টল থাকবে।
এসব স্টল থেকে বীমা বিষয়ে বিভিন্ন অভিযোগ বা সমস্যার সমাধান সম্পর্কে পরামর্শ প্রদান করা হবে। তাছাড়া বীমা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন বীমা পণ্য সম্পর্কে তথ্যাদিসহ গ্রাহকদের বিভিন্ন তথ্য উপস্থাপন করা হবে বীমা মেলায়।
মেলায় বীমা কোম্পানিগুলো বিভিন্ন পলিসি বিক্রি করবে এবং বীমা দাবি নিষ্পত্তি করবে। এছাড়া বীমা বিষয়ে বিভিন্ন অভিযোগ ও পরামর্শের জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর স্টল থাকবে বীমা মেলায়।
২৫ জানুয়ারি সকাল ১০টায় মেলার দ্বিতীয় দিনের উদ্বোধন করা হবে। নিয়ন্ত্রক সংস্থার সদস্য ও সেমিনার উপ-কমিটির আহবায়ক ড. এম মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শহিদুর রহমান খান। বিশেষ অতিথি থাকবেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির ও খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখবেন কর্তৃপক্ষের পরিচালক (উপসসচিব) একেএম ফজলুল হক।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে আপ্যায়ন বিরতির পর বেলা ১১ টায় শুরু হবে "এসডিজি অর্জনে বীমা শিল্পের ভূমিকা" শীর্ষক সেমিনার। এতে নন-লাইফ বীমার ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বীমা ব্যক্তিত্ব ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন। আলোচক হিসেবে থাকবেন আইডিআরএ’র নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) খলিল আহমদ ও খুলনা বিএল কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মিলি আম্মিয়া। এতে মডারেটর থাকবেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অরিজিত চৌধুরী।
বেলা ১২টার পর লাইফ বীমার ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বীমা ব্যক্তিত্ব দাস দেব প্রসাদ। এতে আলোচক হিসেবে থাকবেন আইডিআরএ’র নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) ড. শেখ মহ. রেজাউল ইসলাম ও কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আশরাফ হোসেন। এতে মডারেটর থাকবেন আইডিআরএ’র সদস্য গকুল চাঁদ দাস।
২৫ জানুয়ারি বিকেল ৪টায় শুরু হবে চতুর্থ এ বীমা মেলার সমাপনী অনুষ্ঠান। আইডিআরএ চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা সিটি করপোরেশন মেয়র তালুকদার আবদুল খালেক। এতে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা ও বিআইএফ'র প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। ক্রেস্ট প্রদান ও প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে শেষ হবে বর্ণাঢ্য এ আয়োজন।