বীমা গ্রাহকের স্বার্থ রক্ষায় আইডিআরএ’র ব্যর্থতা প্রসঙ্গে

এ কে এম এহসানুল হক, এফসিআইআই: এ কথা মনে রাখা জরুরি যে, বীমার প্রচলন হয়েছে মূলত বীমা গ্রাহকের স্বার্থ রক্ষা করার জন্য; বীমা মালিকদের স্বার্থ রক্ষার্থে নয়।

পৃথিবীর সর্বত্র এই মূলনীতি মাথায় রেখে বীমা ব্যবসা পরিচালনা করা হয়। অথচ দুঃখজনকভাবে এ ব্যাপারে বাংলাদেশের চিত্র ভিন্ন।

বিশেষ করে লাইফ বীমার ক্ষেত্রে মাসের পর মাস এমনকি বছরের পর বছর ধরে বীমা গ্রাহককে তাদের ন্যায্য দাবি পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে।

অধিকাংশ লাইফ বীমা কোম্পানি এ ব্যাপারে স্পষ্টভাবে বীমা আইন লঙ্ঘন করে চলেছে। অথচ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এসব বীমা কোম্পানির বিরুদ্ধে কোন প্রকার কঠিন ব্যবস্থা গ্রহণ করতে দেখা যাচ্ছে না।

এই সকল বীমা কোম্পানির মাঝে বেশকিছু কোম্পানি রয়েছে যাদের আর্থিক অবস্থা এতোটাই দুর্বল এবং ভঙ্গুর যে, তাদের পক্ষে ব্যবসা পরিচালনা করা এক প্রকার অসম্ভব ব্যাপার।

বীমা খাতের এই পরিস্থতি দিন দিন আরো অবনতি হচ্ছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে এখনি শক্ত হাতে লাগাম টেনে ধরতে হবে।

এই সকল কোম্পানি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের বেধে দেয়া নিদিষ্ট সময় পর্যন্ত কেবল টার্ম পলিসি বিক্রয় করতে পারবে (১ বছর মেয়াদি) । নতুন কোন মেয়াদি পলিসি বিক্রয় করতে পারবে না।

এই সময়ের মধ্যে তাদের আর্থিক অবস্থার পরিবর্তন এবং বীমা দাবি পরিশোধের সক্ষমতা অর্জন করতে না পারলে বীমা আইন অনুযায়ী এই সকল বীমা কোম্পানির লাইসেন্স বাতিল করে দিতে হবে।

আশা করি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) বীমা গ্রাহকের বৃহত্তর স্বার্থে এ ব্যাপারে অনতি বিলম্বে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।