সাড়ে ৬ লাখ কর্মসংস্থান ৩২ বীমা কোম্পানিতে
আবদুর রহমান আবির: দেশের সরকারি-বেসরকারি ৩২টি লাইফ বীমা কোম্পানিতে প্রায় সাড়ে ৬ লাখ লোকের কর্মসংস্থান হয়েছে। ফিনান্সিয়াল এসোসিয়েট (এফএ), ইউনিট ম্যানেজার (ইউএম), ব্রাঞ্চ ম্যানেজার (বিএম) সহ কোম্পানির বিভিন্ন পদে তারা কর্মরত আছেন। ২০১৮ সালের তৃতীয় প্রান্তিকের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।
প্রতিবেদন অনুসারে, দেশজুড়ে ৩২টি লাইফ বীমা কোম্পানির ৬ হাজার ৫৬০টি শাখা কার্যালয় রয়েছে। প্রধান কার্যালয়সহ এসব কার্যালয়ে ২৪ হাজার ২০২ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। এ ছাড়াও ৩ লাখ ৮৫ হাজার ৬৩০ জন ফিনান্সিয়াল এসোসিয়েট, ১ লাখ ৬৫ হাজার ১০৩ জন ইউনিট ম্যানেজার এবং ৬৫ হাজার ২৪০ জন ব্রাঞ্চ ম্যানেজার রয়েছেন।
এরমধ্যে সবচেয়ে বেশি লোকের কর্মসংস্থান হয়েছে বেসরকারি লাইফ বীমা কোম্পানি ফারইষ্ট ইসলামী লাইফে। প্রতিষ্ঠানটিতে প্রধান কার্যালয় ও শাখা কার্যালয়গুলোর কর্মকর্তা-কর্মচারী ছাড়াও ১ লাখ ১১ হাজার ৮৮৬ ফিনান্সিয়াল এসোসিয়েট, ২৭ হাজার ৪১৯ ইউনিট ম্যানেজার এবং ৩০ হাজার ২৭৮ ব্রাঞ্চ ম্যানেজার রয়েছে।
কর্মসংস্থানের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স। কোম্পাটির প্রধান কার্যালয় এবং শাখা কার্যালয়গুলোর কর্মকর্তা-কর্মচারী ছাড়াও ১ লাখ ৫ হাজার ৬৭০ ফিনান্সিয়াল এসোসিয়েট, ৬৯ হাজার ৮৯২ ইউনিট ম্যানেজার এবং ৪২৮ ব্রাঞ্চ ম্যানেজার কর্মরত আছেন।
উর্ধ্বতন ও অধস্তন কর্মকর্তা-কর্মচারী ছাড়াও মেটলাইফে ১৪২৯৭ এফএ, ১০২২ ইউএম ও ২২০ বিএম; চার্টার্ড লাইফে ১৭৮৫ এফএ, ১৭২ ইউএম ও ৩৪ বিএম; গার্ডিয়ান লাইফে ৮৫৭ এফএ, ১১৪ ইউএম ও ২৩ বিএম; সোনালী লাইফে ২১৩০ এফএ, ২৮৮ ইউএম ও ২২৩ বিএম; সন্ধানী লাইফে ৩৫৯৪ এফএ, ৫০২ ইউএম ও ১৬৪৬ বিএম; এলআইসিতে ১১৫৬ এফএ, ১৮৯ ইউএম ও ৪৩ বিএম; ডেল্টা লাইফে ১৫৭৭৮ এফএ, ২৯৫১ ইউএম ও ১৩২৬ বিএম;
সানলাইফে ৩০৫৬ এফএ, ৫৭৮ ইউএম ও ১১০ বিএম; হোমল্যান্ড লাইফে ৩২৬৫ এফএ, ৭০৭ ইউএম ও ১০৪২ বিএম; ডায়মন্ড লাইফে ১৯৮ এফএ, ৪৫ ইউএম ও ৮১ বিএম; প্রগতি লাইফে ১২৮৭৫ এফএ, ৩২৯৫ ইউএম ও ২১১২ বিএম; ট্রাস্ট লাইফে ১৬৮৩ এফএ, ৪৬৮ ইউএম ও ৯৮২ বিএম; রূপালী লাইফে ৭৩০০ এফএ, ২০৪০ ইউএম ও ৩৫৩ বিএম; যমুনা লাইফে ১০৪ এফএ, ৩১ ইউএম ও ২৪ বিএম; জেনিথ ইসলামী লাইফে ১৪৭৩ এফএ, ৪৫৭ ইউএম ও ৪১৮ বিএম; এনআরবি গ্লোবাল লাইফে ৩৯০ এফএ, ১৪০ ইউএম;
বায়রা লাইফে ৩০ এফএ, ১২ ইউএম ও ৮ বিএম; পদ্মা ইসলামী লাইফে ৭৫৭০ এফএ, ৩১৭২ ইউএম ও ২৬৯৯ বিএম; প্রগ্রেসিভ লাইফে ৯৩৪৭ এফএ, ৪০৯৭ ইউএম ও ৪৫৩১ বিএম; জেবিসি ৩০৫২৮ এফএ ও ১৩৫৬৬ ইউএম; প্রটেক্টিভ লাইফে ৪৯৭ এফএ, ২২৮ ইউএম ও ৭৭০ বিএম; সানফ্লাওয়ার লাইফে ৫৬২০ এফএ, ২৬০৭ ইউএম ও ১১৯৫ বিএম; প্রাইম ইসলামী লাইফে ৮৩৩৬ এফএ, ৪৬৮৯ ইউএম ও ৮৪৭৪ বিএম;
মার্কেন্টাইল লাইফে ৫১৫ এফএ ও ২৯৯ ইউএম; ন্যাশনাল লাইফে ২৬৩৪৫ এফএ, ১৮৪৩৯ ইউএম ও ৩১২ বিএম; স্বদেশ লাইফে ৯৫ এফএ, ৬৯ ইউএম ও ১৪৮ বিএম; গোল্ডেন লাইফে ৬৮৪ এফএ, ৫২৬ ইউএম ও ১৯৫৭ বিএম; মেঘনা লাইফে ৭৫৭৩ এফএ, ৬০৮৯ ইউএম ও ৪৭০৩ বিএম; আলফা ইসলামী লাইফে ২২৯ এফএ, ২২২ ইউএম ও ৪১২ বিএম; বেস্ট লাইফে ৭৬৪ এফএ, ৭৭৮ ইউএম ও ৬৮৯ বিএম রয়েছে।