আইডিআরএ'র নতুন সদস্য দলিল উদ্দিন
নিজস্ব প্রতিবেদক: বীমাখাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র সদস্য হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন সিনিয়র জেলা ও দায়রা জজ (পিআরএল ভোগরত) মো. দলিল উদ্দিন। গত ১০ জুন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ হতে তাকে চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ এর ৫(২) ধারার প্রদত্ত ক্ষমতাবলে উক্ত আইনের ধারা ৬ (১) অনুসারে তার নিয়োগের তারিখ হতে পরবর্তী তিন বৎসর মেয়াদের জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য পদে নিয়োগ করা হলো।
উপসচিব মুর্শেদ জামান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ এর ধারা ১২ অনুযায়ী তার চাকরির অন্যান্য শর্তাবলী সরকারের সাথে সম্পাদিত চুক্তি দ্বারা নির্ধারিত ও নিয়ন্ত্রিত হবে। জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।