লাইফ বীমার অভিযোগ সংক্রান্ত তথ্য সংগ্রহ করছে আইডিআরএ
নিজস্ব প্রতিবেদক: দেশের লাইফ বীমা খাতের অভিযোগ সংক্রান্ত তথ্য সংগ্রহ করছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। গতকাল রোববার (৫ সেপ্টেম্বর) এ বিষয়ে বীমা কোম্পানিগুলোকে চিঠি পাঠিয়েছে কর্তৃপক্ষ। চিঠিতে স্বাক্ষর করেন সংস্থাটির পরিচালক (উপসচিব) মো. শাহ আলম।
চিঠিতে বলা হয়েছে, সকল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি/ করপোরেশনের ১ জানুয়ারি ২০২০ থেকে ৩১ জুলাই ২০২১ পর্ন্ত দাবি সংক্রান্ত তথ্য নিম্নোক্ত ছকে পত্র প্রাপ্তির ৭ কার্যদিবসের মধ্যে হার্ড ও সফট কপি [email protected] এই ইমেইলের মাধ্যমে কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করতে হবে।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র পাঠানো ছকে যেসব তথ্য চাওয়া হয়েছে তা হলো-
কোম্পানির নামসহ মেয়াদোত্তীর্ণ বীমা দাবির সংখ্যা ও টাকা; পরিশোধিত মেয়াদোত্তীর্ণ বীমা দাবির সংখ্যা ও টাকা, অপরিশোধিত মেয়াদোত্তীর্ণ বীমা দাবির সংখ্যা ও টাকা, মৃত্যুদাবির সংখ্যা ও টাকা, পরিশোধিত মৃত্যুদাবির দাবির সংখ্যা ও টাকা, অপরিশোধিত মৃত্যুদাবির সংখ্যা ও টাকা।